রাজনীতি

কালিয়াকৈরে ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল র‌্যালী

কালিয়াকৈরে ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল র‌্যালী

ডেস্ক নিউজ : কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিয়াকৈর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সোমবার (১০ নভেম্বর) উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশাল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগ বিএনপি, আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল। র‌্যালীতে মৌচাক ইউনিয়ন ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

র‌্যালী শেষে বক্তারা দেশপ্রেম, গণতন্ত্র ও সংহতির গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন এবং তৃণমূল ও স্থানীয় নেতাকর্মীদের একাত্মতা বজায় রাখার আহ্বান জানান।