রাজনীতি

মুসলিম উদ্দিনের নেতৃত্বে লোহাগাড়ায় বর্ণাঢ্য র‍্যালির আয়োজন

মুসলিম উদ্দিনের নেতৃত্বে লোহাগাড়ায় বর্ণাঢ্য র‍্যালির আয়োজন

মোঃ মিজান : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের (৪৭তম) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লোহাগাড়ায় বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে যুবদল নেতা মুসলিম উদ্দিন। 

 মঙ্গলবার (২৮ই অক্টোবর)  বিকেল ৪ঘটিকার  দিকে আয়োজিত এ বর্ণাঢ্য র‍্যালির আমিরাবাদ ইউনিয়ন পরিষদে অবস্থা করে গণ জমায়েত এর মধ্য দিয়ে মিছিল শুরু হয় পরে লোহাগাড়া সদর পুরান থানা মোড়ে শেষ হয়৷ 

 ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদীর (৪৭তম) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেরানীহাটে  বর্ণাঢ্য র‍্যালির সম্পন্ন হয়েছে।  এতে অংশগ্রহণ করলেন দলীয় বিভিন্ন পর্যায়ের হাজারো  নেতা-কর্মী। 

আয়োজিত অনুষ্টানে দলীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে বলেন,  লোহাগাড়ার মাটি বিএনপির ঘাটি,লোহাগাড়ার মাটি যুবদলের ঘাটি,লোহাগাড়ার মাটি মুসলিমে ঘাটি, লোহাগাড়ার মার্কা ধানের শীর্ষের মার্কা। 

সাবেক যুগ্ম আহ্বায়ক যুবদল নেতা মুসলিম উদ্দিন বলেন, যুবদল এই দেশের গণতন্ত্র রক্ষার লড়াইয়ে অগ্রভাগে আছে। প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালি আমাদের ঐক্য, উদ্দীপনা ও অঙ্গীকারের প্রতীক। এবারে নির্বাচনে লোহাগাড়া বিএনপি যুবদল ছায়া হিসাবে পাশে থাকবে। 
তিনি আরও জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে র‍্যালি সম্পন্ন করা জন্য সবার প্রতি কৃতজ্ঞতা।  লোহাগাড়ার তরুণদের অংশগ্রহণে এ আয়োজন হবে এক প্রাণবন্ত মিলনমেলা।