রাজনীতি

মানুষের সেবা করাই এখন একমাত্র লক্ষ্য: আরিফুল হক চৌধুরী

মানুষের সেবা করাই এখন একমাত্র লক্ষ্য: আরিফুল হক চৌধুরী

সিলেট প্রতিবেদন : বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ওয়ান ইলেভেনের সময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্মমভাবে নির্যাতন কর পঙ্গুগু করে দেয়ার অপচেষ্টা করা হয়েছিল। জিয়া পরিবারকে ষড়যন্ত্র করে রাজনীতি থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল সেই সময়। শুধু তাই নয়, ফ্যাসিস্ট আ'লীগের আমলে ১৭ বছর আমাদের নেতাকর্মীদের নির্মমভাবে নির্যাতন, গুম, খুন, মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আ'লীগের আমলের প্রত্যেকটা নির্যাতনের বিচার হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোয়াইনঘাট উপজেলার ৫ নম্বর আলীরগাঁও ইউনিয়ন কর্তৃক আয়োাজিত জাতীয়তাবাদী দলের কারা নির্যাতিত শহীদ জিয়ার আদর্শের সকল নেতাকর্মীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

রোববার (১৬ নভেম্বর) গোয়াইনগাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গনে আয়োজিত অনুষ্টানে পূর্ব আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তফা হোসেন এর সভাপতিত্বে ও পূর্ব আলীর গাঁও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মনোয়ার আহমদ সাজুর পরিচালনায় অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী আরো বলেন, আমাদের দল বিএনপি, আমাদের প্রতীক ধানের শীষ, নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষের মুক্তি, নাগরিক অধিকার বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, আমার চাওয়া পাওয়ার আর কিছু নেই। আমার উদ্দেশ্য এখন মানুষের সেবা করা, আল্লাহপাকের সন্তুষ্টি অর্জন করা।

আমি যদি নির্বাচিত হই, এক বছরের মধ্যে দেখবেন তিন উপজলার অন্যরকম চিত্র। সেই জন্য আপনারা আমাকে সহযোগিতা করতে হবে। তিনি আরও বলেন, এই এলাকার সম্পদ দিয়ে এলাকার উন্নয়ন করা সম্ভব। স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তা ঘাটের বেহাল অবস্থা। আমি চাই এলাকার সন্তানরা সু-শিক্ষিত হয়ে পরিবারের হাল ধরবে এবং দেশ ও সমাজের উন্নয়নে তাদের অবদান রাখবে।
৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোস্তফা হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শমছির আহমদ, বৃহত্তর আলীরগাঁও  ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মনোয়ার আহমদ সাজুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা যুবদলের আহবায়ক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খালেদ আহমদ, ফয়জুল হাসান বুলবুল, বৃহত্তর আলীর গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ফখরুল ইসলাম, পূর্ব আলীর গাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজির উদ্দিন, পূর্ব আলীর গাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সমছির আহমদ, অলিউল্লাহ আহাদ,খায়রুল ইসলাম, যুবদলনেতা ফয়জুল হাসান বুলবু, পুর্ব জাফলং ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়ারত খান, ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ময়নুল ইসলাম, সহ সভাপতি আনোয়ার হোসেন, সহ সভাপতি আল আমিন শুভ, যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,বারহাল ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি ফাহাদ আহমদ।

সংবর্ধনা অনুষ্টানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির সাংগঠিক সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তোহেল, জেলা যুবদলের সহ সভাপতি সাহেদ আহমেদ চমন, জুরেজ আব্দুল্লাহ গোলজার, , জিল্লুর রহমান জিলু চেয়ারম্যান, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, আতাউল গনি উমন, ফয়েজ আহমদ, একরাম হোসেন। সংবর্ধনায় ৮০ জন কারা নির্যাতিত নেতাকর্মীকে  ক্রেস্ট ও উত্তরিও দিয়ে সম্মাননা প্রদান করা হয়।