পলাশ বিশ্বাস : গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় কলাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাইকেল ওঝা এর বাড়িতে বিয়ের দাবিতে ১৭.১০.২৫ ইং শুক্রবার রাতে বিয়ের দাবীতে অবস্থান নিয়েছেন কলাবাড়ী গ্রামের নরেশ রায়ের মেয়ে বাসন্তী রায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসন্তীর যশোর জেলায় কয়েক বছর পূর্বে
বিয়ে হয়েছিল। স্বামীর সহিত বনিবনা না হওয়ায় বাবার বাড়ি কলাবাড়ী গ্রামের এক সন্তান সহ বসবাস করত। এখানে বসেই সাবেক চেয়ারম্যান মাইকেল ওঝা এর সহিত পরিচয় সূত্রে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।
দীর্ঘ প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দৈহিক সম্পর্কে লিপ্ত হয়। মাইকেল ওঝার ও একটি বিয়ে রয়েছে এবং দুই সন্তানের পিতা ও বটে। বাসন্তী জানায়, আমাকে বিয়ের
প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলে, বিয়ে না করে প্রতারনা করে অনেক দিন অতিবাহিত করে , আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। তাই বাধ্য হয়ে বিয়ের দাবীতে মাইকেলের বাড়িতে অবস্থান নিয়েছি। মাইকেলের সহিত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে
রিপোর্ট লেখা আগ পর্যন্ত বাসন্তীর
পিতা নরেশ রায় মেয়েকে বুঝিয়ে নিজ বাড়িতে নিয়ে যায় এবং প্রতারক নারী লোলুপ মাইকেল ওঝার দৃষ্টান্ত বিচার দাবী করেন। এলাকায় বিষয়টি নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে
ইতোপূর্বে ও এই সাবেক চেয়ারম্যান মাইকেল ওঝা
নারী ঘটিত জটিলতা জড়িয়ে সালিশ রফা করে , অর্থ -করি দিয়ে ধামাচাপা দিয়েছিলেন। এবার এলাকার মানুষ এইন ঘটনায় দ্রুত নারী ও শিশু আদালতে বিচার দাবী করেন।
নারী ও শিশু
এক সন্তানের মায়ের বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান