খেলাধুলা

দেশের প্রথম প্রবাসী চত্বরে ২৯তম টি-টুয়েন্টি ক্রিকেট লীগের ট্রফি উন্মোচন

দেশের প্রথম প্রবাসী চত্বরে ২৯তম টি-টুয়েন্টি ক্রিকেট লীগের ট্রফি উন্মোচন

মাজহারুল ইসলাম সাব্বির, বিশ্বনাথ (সিলেট) : সিলেটের বিশ্বনাথে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ২৯তম টি-টুয়েন্টি ক্রিকেট লীগের ট্রফি উন্মোচন  হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় পৌরশহরের প্রবাসী চত্ত্বরে এ ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ক্রিকেট এসোসিয়েশন। টূর্ণামেন্টের স্পন্সর বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে।

সার্বিক সহযোগিতায় ছিল স্পোর্টস অর্গানাইজেশন ইউকের সহ সভাপতি রাজু মিয়া।  
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া।  

বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আমির হামজা রুকেল’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য নিউহ্যাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না।
শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সাব্বির আহমদ।


অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্বনাথ পৌর ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি শামীম উদ্দিন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি জহিরুল ইসলাম মামুন, রুকন মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, অর্থ সম্পাদক মাহফুজুর রহমান ইমন, পৌর ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি পারভেজ আহমদ, সাধারণ সম্পাদক ইব্রাহীম মিয়া প্রমুখ।


এসময় এসোসিয়েশনের দায়িত্বশীলদের মাঝে জার্সি উপহার দেন স্পোর্টস অর্গানাইজেশন ইউকের সহ সভাপতি রাজু মিয়া।


উল্লেখ্য, আগামী ১লা জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় পৌর এলাকার জানাইয়া শাহী ঈদগাহ সংলগ্ন মাঠে উপজেলার ১২ টিম নিয়ে পর্দা উঠবে উপজেলা ক্রিকেট এসোসিয়েশন টি-টুয়েন্টি ক্রিকেট লীগের।