বিজ্ঞান ও প্রযুক্তি

ভূমির ডিজিটাল রূপান্তর যুগান্তকারী পদক্ষেপ: সিনিয়র সচিব

ভূমির ডিজিটাল রূপান্তর যুগান্তকারী পদক্ষেপ: সিনিয়র সচিব

মোঃ গিয়াস উদ্দিন : ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তর একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর বিশ্বে ভূমি প্রশাসনও ডিজিটাল হয়েছে। সরকারের “Establishment of Digital Land Management System (EDLMS) project” ভূমি প্রশাসনকে স্মার্ট, ডিজিটাল ও নাগরিকবান্ধব করেছে।

আজ রাজধানীর ভূমি ভবনের সম্মেলনকক্ষে প্রকল্পের সফটওয়ার সংক্রান্ত কর্মশালায় সিনিয়র সচিব এসব কথা বলেন। তিনি জানান, ডিজিটাল ভূমি জরিপের মাধ্যমে ভূমির সঠিক পরিমাপ, মালিকানা ও সীমানা নির্ধারণের প্রক্রিয়া দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন হচ্ছে। আগে প্রচলিত কাগজ-কলম নির্ভর পদ্ধতিতে মানবিক ভুল, অনিয়ম ও জালিয়াতির সুযোগ থাকত। কিন্তু এখন স্যাটেলাইট ও GIS প্রযুক্তির ব্যবহার এই সমস্যা কমিয়ে এনেছে।

প্রকল্পের ফলে নাগরিকদের সেবা সহজ ও দ্রুত হয়েছে, ভূমি বিরোধ হ্রাস পেয়েছে, এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়েছে। ডিজিটাল রেকর্ড সংরক্ষণের মাধ্যমে দুর্নীতির সুযোগ কমে এসেছে এবং কর্মকর্তাদের ওপর নজরদারি সহজ হয়েছে।

কর্মশালায় উপস্থিত ছিলেন ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ল্যান্ড পলিসি স্পেশালিস্ট মোঃ হান্নান মিয়া ও মোঃ হামিদুর রহমান, ইআরডি প্রতিনিধি, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো: সাইদুর রহমান। কোরিয়ান জিওমেক্সসফটের সিইও ড. জেয়ইয়ং ইউ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রকল্পের কার্যক্রম ও সফটওয়ার ব্যবহার সম্পর্কে উপস্থাপন করেন ডেপুটি প্রোজেক্ট ডাইরেক্টর (উপসচিব) মোহাম্মদ মাসুদুর রহমান।