নিজস্ব প্রতিনিধি : রাজধানীর স্বরাষ্ট্র বিভাগের তৎপরতায় অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার; বিচার প্রক্রিয়া বর্তমানে চলছে।
রাজধানীর বিভিন্ন স্থানে আজ অনুষ্ঠিত ঝটিকা মিছিলে অংশ নেওয়া ২৯ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা স্বরাষ্ট্র বিভাগের নির্দেশনায় পরিচালিত এই অভিযানকালে গ্রেপ্তার হন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় বিচার প্রক্রিয়া বর্তমানে চলছে, এবং আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, রাজধানীর জনপরিসরে এই ধরনের মিছিলে উত্তেজনা সৃষ্টি রোধের জন্য নিরবিচ্ছিন্নভাবে নজরদারি অব্যাহত থাকবে।