সাহিত্য ও সংস্কৃতি

কুন্দুড়িয়া নমিতা বালা সরকার উনার ৮ম তম মৃত্যু বার্ষিক অনুষ্ঠান পালন

কুন্দুড়িয়া নমিতা বালা সরকার উনার ৮ম তম মৃত্যু বার্ষিক অনুষ্ঠান পালন

লিটন সরকার : আশাশুনি উপজেলা বুধহাটা ইউনিয়ন কুন্দুড়িয়া গ্রামে আমার ঠাম্মা স্বর্গিয়া নমিতা বলা সরকার এর ৮ম তম মৃত্যু বার্ষিক অনুষ্ঠানে আয়োজন করা হয়, উক্ত অনুষ্ঠানে পূণ্য চন্দ্র বাউল বেতার শিল্পী উপস্থিত ছিলেন,, ভাগবত পাঠ রাখেন অসিত গোবিন্দ দাস সাতক্ষীরা প্রফেসর ইংলিশ ডিপার্টমেন্ট ,, কুন্দুড়িয়া হরিনাম সম্প্রদায় ও বেউলাশ্বরী সম্প্রদায়  দুই দলের সমন্বয় অনুষ্ঠানটি পরিচালিত হয় , উক্ত ভাগবত অনুষ্ঠানে গ্রামবাসী কৃষ্ণ ভক্তবৃন্দ পদধূলিতে নব বৃন্দাবনের সৃষ্টি হয় ।অনুষ্ঠানে   আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের প্রেসিডেন্ট   আবু জাহিদ সোহাগ ভাই, ও তার সফর সঙ্গী,, ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য জনাব মোঃ মতিয়ার রহমান।