আনোয়ার হোছাইন : ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৩টার দিকে ইউনিয়ন বিএনপির কার্যালয় সামনে এ কর্মসূচি পালন করা হয়।
ছাত্রদল নেতা মো. শাহরিয়ার শিহাবের সঞ্চালনায় ও ওলামা দলের নেতা হাফেজ মাওলানা ইসমাইলের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়।
সভায় বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক তালুকদার সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাংবাদিক আবদুর রশিদ, শ্রমিক দলের আহ্বায়ক ছব্বির আহমেদ, ছাত্রদল নেতা মোস্তফা কামাল প্রমুখ।
পরে একটি র্যালি বাইশারী বাজার প্রদক্ষিণ করে আবার বাজার চত্বরে এসে সমাপ্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রমজান আলম, মৎস্যজীবী দলের আহ্বায়ক আনোয়ারুল হক, ছৈয়দ নুর কারবারী, জালাল আহমদ, হাবিবুর রহমান, হেলাল মাতব্বর, মো. ইসমাইলসহ যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। বান্দরবান-৩০০ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, দলীয় দুর্দিনে যারা পাশে ছিল না, এখন তারাই বিভক্তি সৃষ্টি করতে চাইছে। এদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
সভাপতির বক্তব্যে আজিজুল হক তালুকদার বলেন, দেশে গণতান্ত্রিক অধিকার ও মানুষের মর্যাদা ফিরিয়ে আনতে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। এজন্য সবাইকে সংগঠিত ও ঐক্যবদ্ধ থাকতে হবে।