মাননীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী, আইন প্রণেতা, জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে যুব ও ক্রীড়া মন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নেশা মুক্ত ফুটবল টুর্নামেন্ট-এর। উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সঠিক পথে এগিয়ে নেওয়া এবং সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে মাদকের ভয়াবহ বিস্তার তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক শুধু একটি ব্যক্তিকে নয়, পুরো পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে। তাই খেলাধুলার মতো ইতিবাচক কর্মকাণ্ডে যুবকদের সম্পৃক্ত করা সময়ের দাবি।
এসময় এসপি সাউথ তার বক্তব্যে বলেন, “খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলা, দৃঢ়তা ও ইতিবাচক শক্তির পথে পরিচালিত করে; অন্যদিকে মাদক একজন মানুষকে ধ্বংসের শেষ সীমায় নিয়ে যেতে পারে।” তিনি আরও বলেন, “মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন। তরুণরা যদি খেলাধুলায় মনোযোগী হয়, তবে মাদকের স্থান সমাজে থাকবে না।”
মন্ত্রী তার বক্তব্যে আরও উল্লেখ করেন, দেশের প্রতিটি জেলায় ‘নেশা মুক্ত টুর্নামেন্ট’ আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে দেশের নতুন প্রজন্মকে সুস্থ, শক্তিশালী ও নৈতিক দিক থেকে সবল করে গড়ে তোলা যায়।
অনুষ্ঠানে উপস্থিত জনতা ও যুবসমাজ মাদকবিরোধী শপথ গ্রহণ করেন এবং খেলাধুলার প্রতি তাদের অঙ্গীকার ব্যক্ত করেন।