ডেস্ক নিউজ : সিলেট জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সুপার মেহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পর্যালোচনা করেছেন।
সভায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে নারী ও শিশু নির্যাতন, চুরি ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড কমানোর পরিকল্পনা। পুলিশ সুপার বলেছেন, "আমরা সিলেটের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।"
এছাড়া পুলিশের কল্যাণমূলক কর্মকাণ্ড যেমন স্কুলের নিরাপত্তা, স্থানীয় সচেতনতামূলক প্রোগ্রাম ও কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগগুলোও আলোচনা করা হয়।