নিজস্ব প্রতিনিধি : নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্ব ও নিয়োগ‑বদল নিয়ে রাজনৈতিক সন্দেহ বেড়েছে।
National Citizens Party-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ লাকসামের একটি জনসভায় দাবি করেছেন, “সচিবালয়ে বসে ডিসি‑এসপি ভাগাভাগি চলছে।” তার এই মন্তব্যে নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্ব ও নিয়োগ‑বদল নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে।
তিনি বলেন, প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত দায়িত্ববণ্টন স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়া উচিত, অন্যথায় জনমনে সন্দেহ ও অবিশ্বাস বৃদ্ধি পাবে।