সেলিম মাহবুব : জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে শহীদ জিয়া স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে শানজানা ফুটবল একাদশ কে ১ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে চিলাউড়া স্পোর্টিং ক্লাব।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ ৪ঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া বাজার মাঠে শানজানা ফুটবল একদাশ বনাম চিলাউড়া স্পোর্টিং ক্লাবের মধ্যকার প্রীতি ম্যাচ।
জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার'র সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ'র সঞ্চালনায় অনুষ্ঠিত এই ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক কৃতি ফুটবলার আমিনুল হক।
ম্যাচ উদ্বোধন করেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহ আলম।
খেলা শেষে শানজানা ফুটবল একাডেমি ও চিলাউড়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিয়েছেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত সদস্য এডভোকেট আব্দুল হক, সদস্য এম এ মুকিত, আনছার উদ্দিন, এডভোকেট জিয়াউর রহিম শাহীন, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সুজাতুর রেজা, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু ও যুগ্ম আহবায়ক এম এ মতিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, হাজী মোঃ আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামছুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক দুধু মিয়া, যুগ্ম আহবায়ক ডাঃ রাজা মিয়া, মীরপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক এম এ নূর, সুনামগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মনসুর শওকত, সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারন সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ কয়েস, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, ১ম যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, সদস্য সচিব শামীম আহমদ, জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি ফজর আলী, সাধারন সম্পাদক ফিফা স্বীকৃতি প্রাপ্ত ফুটবল কোচ রুহুল আমীন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমীন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক রেজাউল হক, যুগ্ম সাধারন সম্পাদক মির্জা ইমাদ উদ্দিন মাছুম, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, জগন্নাথপুর উপজেলা, পৌর বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার ক্রীড়াপ্রেমী জনসাধারণ উপস্থিত ছিলেন।