মনিরুজ্জামান : শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতির কারণে দীর্ঘদিন শিক্ষার কার্যক্রম ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের শেখার ঘাটতি পূরণের উদ্যোগ নিয়েছে বকশীগঞ্জ চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশা জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজের ঘোষণার ভিত্তিতে আগামী ২৫ অক্টোবর শনিবার থেকে ক্লাস শুরু হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৫ অক্টোবর, ১ নভেম্বর, ৮ নভেম্বর ও ১৫ নভেম্বর — টানা চার শনিবার ক্লাস অনুষ্ঠিত হবে।
এই সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম নিয়মিত করার পাশাপাশি শিক্ষণ ঘাটতি পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
শিক্ষকরা জানান, দীর্ঘ বিরতির পর ক্লাস পুনরায় শুরু হওয়ায় শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে প্রস্তুতি নিচ্ছে। অভিভাবকেরাও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।