ইবি প্রতিনিধি।।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে অনশনে বসেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সমন্বয়ক এস এম সুইট বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে অনসনে বসেন।
এ সময় তার সঙ্গে আরো কয়েকজন শিক্ষার্থী অনশনে যোগ দেন। জরুরি ভিত্তিতে কুয়েটের ভিসি মাছুদকে পদত্যাগ বা বহিষ্কার না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা বলেন, “কুয়েটের ভিসি মাছুদ একজন দলকানা, অর্থলোভী, অযোগ্য ব্যক্তি। তার আমলে ক্যাম্পাসে গ্যাঞ্জামের ঘটনায় শিক্ষার্থীরা মার খেয়েছে, অথচ উল্টো তাদের বিরুদ্ধেই মামলা হয়েছে। ভিসির এত ক্ষমতা যে, তার প্রভাব সুদূর লন্ডন পর্যন্ত বিস্তৃত।অন্তর্বর্তীকালীন সরকারও শিক্ষার্থীদের দাবির বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনশনে বসেছি। অনতিবিলম্বে কুয়েট উপাচার্যের পদত্যাগ চাই।”
প্রসঙ্গত, কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের অপসারণের একদফা দাবিতে গতকাল থেকে আমরণ অনশনে বসেছেন কুয়েটের ৩২ জন শিক্ষার্থী। এরই মধ্যে সাত জন শিক্ষার্থী অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়াও আজ শিক্ষার্থীরা ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছেন।