ডেস্ক নিউজ : নেপালের সাম্প্রতিক উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতিতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল হওয়ায় প্রীতি ম্যাচ (FIFA Tier 1 International Match) অংশগ্রহণ করতে যাওয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং ক্রীড়া সাংবাদিকদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে।
এই প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে প্রয়োজনীয় সিদ্ধান্তের ফলশ্রুতিতে সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনায় এবং বিমান বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নেপালে অবস্থানরত জাতীয় ফুটবল দল, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং ক্রীড়া সাংবাদিকদের বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০বি পরিবহন বিমানের বিশেষ ফ্লাইটের মাধ্যমে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়।
বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ সেলিম জাভেদ, পিএসসি উক্ত ফ্লাইটের ‘মিশন কমান্ডার’ হিসেবে দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, সি-১৩০বি পরিবহন বিমানের এই বিশেষ ফ্লাইটটি একই দিনে বাংলাদেশ থেকে নেপালের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করে।
দেশের যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত। সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে আকাশপথে দেশের অভ্যন্তরে বা দেশের বাইরে যেকোনো উদ্ধার অভিযান পরিচালনা করতে বাংলাদেশ বিমান বাহিনী বদ্ধপরিকর।