আইন ও বিচার

পুঠিয়ায় সাংবাদিক মিজানের ওপর হুমকি ও হামলার অভিযোগ

পুঠিয়ায় সাংবাদিক মিজানের ওপর হুমকি ও হামলার অভিযোগ

মোঃ গোলাম কিবরিয়া : রাজশাহীর পুঠিয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা সাংবাদিক মিজানুর রহমান তার প্রতিবেশী আফরোজা খাতুন (৪৫) এবং তার স্বামী মোঃ বেলাল হোসেন এর ওপর হুমকি ও হামলার অভিযোগ করেছেন।

সাংবাদিক মিজান জানান, দীর্ঘদিন ধরে আফরোজা খাতুন তার বাড়ির গেটে ময়লা ফেলে আসছিলেন। বারবার নিষেধ করার পর তিনি লাঠি দিয়ে পরিবারের ওপর আঘাত করার চেষ্টা ও অশ্লীল ভাষায় গালাগালি করেছেন। এর আগে মিজানের বাড়ির জানালার সামনে ব্যবসা করার প্রতিবাদ করলে আফরোজার দুই ছেলে তাঁকে প্রাণনাশের হুমকিও দিয়েছে।

২১ অক্টোবর সকালে সাংবাদিক মিজান সমস্যার বিষয়ে স্বামী বেলাল হোসেনকে জানালে, তিনি সাংবাদিক মিজানকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করেন।

আফরোজা খাতুন ও বেলাল হোসেন অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন এবং ফোন সংযোগ বিচ্ছিন্ন করেছেন।

ভুক্তভোগী সাংবাদিক মিজানুর রহমান বলেন,

“দীর্ঘদিন ধরে এই মহিলা পুরো গ্রামবাসীকে জিম্মি করে রেখেছে। কেউ প্রতিবাদ করলে মামলার ভয় দেখানো হয়। আমার একটাই দাবি, এই ঘটনার সুস্থ ও ন্যায়সঙ্গত বিচার হোক।”

পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, সাংবাদিক মিজান থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। পুলিশ তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেবে।