সাহিত্য ও সংস্কৃতি

সাতক্ষীরায় জুমআর খুতবা বাংলায় চালুর উদ্যোগে আলেম সমাজের তীব্র আপত্তি

সাতক্ষীরায় জুমআর খুতবা বাংলায় চালুর উদ্যোগে আলেম সমাজের তীব্র আপত্তি

ওমর ফারুক,


সাতক্ষীরা জেলার আলেম সমাজ এক যৌথ স্মারকলিপি জেলা প্রশাসক জনাব মো: মোস্তাক আহমেদের নিকট পেশ করেছেন। স্মারকলিপিতে অভিযোগ করা হয়, তিনি জেলার মসজিদগুলোতে জুমআর নামাযে সম্পূর্ণ আরবি খুতবার পরিবর্তে বাংলা অনুবাদ মিশ্রিত খুতবা চালুর বিষয়ে উদ্যোগ নিয়েছেন।

আলেম সমাজের পক্ষ থেকে স্মারকলিপিতে বলা হয়—

১ এই উপমহাদেশে হাজার বছর ধরে জুমআর খুতবা আরবিতেই প্রদান হয়ে আসছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া জাতীয় পর্যায়ের আলেমদের গবেষণার বিষয়, মফস্বল পর্যায়ের কোনো জেলা প্রশাসকের বিষয় নয়।

২️ ধর্ম-বিষয়ক মন্ত্রণালয় কিংবা ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা জারি হয়নি। তাই জেলা পর্যায়ে এমন উদ্যোগ গ্রহণ অযৌক্তিক।

৩️ যদি বিষয়টি যৌক্তিক মনে হয়, তবে তা জাতীয় পর্যায়ে ধর্ম-বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসেন এবং দেশের প্রখ্যাত আলেমদের সাথে আলোচনার মাধ্যমে জাতীয় মসজিদ বায়তুল মুকাররম থেকে শুরু হতে পারে।

আলেম সমাজ হুঁশিয়ারি দিয়ে বলেন, এই উদ্যোগ জেলার উলামায়ে কেরাম ও মুসল্লিদের মধ্যে ব্যাপক বিক্ষোভ সৃষ্টি করতে পারে, যা জেলা প্রশাসকের সুনাম ক্ষুণ্ণ করবে।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন—

হাফেজ মাওলানা আব্দুল খালেক, হাফেজ মাওলানা জালালুদ্দীন (সাতক্ষীরা উলামা পরিষদ),

মুফতি মনিরুল হক, মুফতি হাবিবুল্লাহ (হেফাজতে ইসলাম বাংলাদেশ, সাতক্ষীরা),

মাওলানা মোস্তফা কামাল, মাওলানা যায়েদ আব্দুল্লাহ (বাংলাদেশ খেলাফত মজলিস, সাতক্ষীরা),

মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান, মাওলানা মুবাশশিরুল ইসলাম (ইসলামি আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা),

মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা মুজাহিদুল ইসলাম (জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সাতক্ষীরা)।

অনুলিপি পাঠানো হয়েছে ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, সচিব, খুলনা বিভাগের কমিশনার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ বিভিন্ন শীর্ষ পর্যায়ে।