স্বাস্থ্য ও লাইফস্টাইল

রক্তদাতাদের সম্মানে টি-শার্ট ও ক্যাপ: ঝিনাইগাতী রক্তদান সংগঠনের প্রশংসনীয় উদ্যোগ

রক্তদাতাদের সম্মানে টি-শার্ট ও ক্যাপ: ঝিনাইগাতী রক্তদান সংগঠনের প্রশংসনীয় উদ্যোগ

মোঃ জসিম মিয়া : শেরপুর জেলার ঝিনাইগাতীতে স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী ব্যক্তিদের উৎসাহিত করতে “রক্তদান সংগঠন, ঝিনাইগাতী, শেরপুর” একটি ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ হাতে নিয়েছে। সংগঠনের সৌজন্যে যারা রক্তদান করবেন, তাদের প্রত্যেককে একটি টি-শার্ট এবং একটি কেপ প্রদান করা হবে।

এই অনন্য উদ্যোগের মূল লক্ষ্য হলো মানবিক দায়িত্ব পালনে যুব সমাজকে উৎসাহিত করা, রক্তদাতাদের প্রতি সম্মান ও অনুপ্রেরণা প্রদান করা এবং পরিবেশবান্ধব, মানবিক ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলা। ময়মনসিংহ বৃহত্তর বিভাগের মধ্যে এটি একটি নজিরবিহীন উদ্যোগ, যা রক্তদাতা তৈরি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংগঠনের সদস্যরা জানান, স্বেচ্ছায় রক্তদান একটি মানবিক দায়িত্ব, যা শুধু একজনের জীবন বাঁচায় না, সমাজে সহানুভূতি ও একতার বার্তা ছড়িয়ে দেয়। রক্তদানের মাধ্যমে একজন রক্তদাতা যেমন একটি প্রাণ রক্ষা করতে পারেন, তেমনি স্মারক হিসেবে টি-শার্ট ও কেপ পেয়ে সম্মানিত বোধ করবেন।

সংগঠনের স্লোগান “মানবতার সেবায় এগিয়ে আসুন, রক্ত দিন প্রাণ বাঁচান, একসাথে কাঁধে কাঁধ রেখে কাজ করি।” উল্লেখযোগ্যভাবে, সংগঠনটি ইতোমধ্যে শেরপুর জেলা ও আশপাশের অন্যান্য জেলায় মোট ৩৯৭ ব্যাগ রক্ত সরবরাহ করেছে এবং এ কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়াও, রক্তদানের পাশাপাশি তারা ব্লাড ক্যাম্প আয়োজন, এতিম শিশুদের খাবারের ব্যবস্থা এবং বিনামূল্যে কোরআন শরিফ বিতরণসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে।

সংগঠনের সদস্যরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, ভবিষ্যতে আরও নতুন নতুন উদ্যোগের মাধ্যমে মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখবেন।