নিজস্ব প্রতিনিধি : জামায়াত-ই-ইসলামী বাংলাদেশের আমির বলেন, দেশের উন্নয়ন ও ন্যায় প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে নেতৃত্ব দিতে হবে।
জামায়াত-ই-ইসলামী বাংলাদেশের আমির বলেছেন, “আমরা চাই এক শক্তিশালী, তারুণ্য নির্ভর ও ইনসাফমুখী বাংলাদেশ। দেশের উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে নেতৃত্ব দিতে হবে।”
তিনি আরও বলেন, সমাজের প্রত্যেকটি স্তরে নৈতিকতা ও শিক্ষার প্রসার নিশ্চিত করা গেলে দেশের ভবিষ্যৎ সুসংহত হবে। দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া লক্ষ্য অর্জন সম্ভব নয়।