বিশ্ব খবর

কুয়ালালামপুরে প্রথমবারের মতো ‌‘বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল’(MBFA)আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানটি  অনুষ্ঠিত হয়েছে।

কুয়ালালামপুরে প্রথমবারের মতো ‌‘বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল’(MBFA)আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানটি  অনুষ্ঠিত হয়েছে।

 


মো: নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া।।  মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র ক্রাফট কমপ্লেক্সেএ দিনব্যাপী (সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত) এ মহোৎসব অনুষ্ঠানটি অনুষ্ঠািত হয়। 

ফেস্টিভ্যালে গেষ্ট অফ অনার,  জোহর প্রদেশ এর রাজকুমারী তুংকু মারিয়াম জাহারাহ ও প্রধান অতিথি হয়ে উপস্থিত রয়েছেন  বাংলাদেশ হাইকমিশনের অ্যাক্টিং হাই কমিশনার শাহানারা মনিকা।

স্থানীয় বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং বাংলাদেশে তাদের বিনিয়োগ আরও বাড়াতে বিনিয়োগকারীদেরকে ফ্রেন্ডস অফ বাংলাদেশ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের আয়োজক (এমবিএফএ)।

ফেস্টিভ্যালে স্পন্সর হিসাবে অংশ নিয়েছে, ভাইয়া হোটেলস (Title Sponsor), ইনডেক্স গ্রুপ (Platinum Sponsor), রিমঝিম গ্রুপ (Gold Sponsor) সহ বিভিন্ন দেশীয় ব্র্যান্ড।

পুরো আয়োজন জুড়ে রয়েছে, প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা, ফ্যাশন শো, কনসার্টে বাংলাদেশ থেকে আসা জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান ও জিনিয়া জাফরিন লুইপা।

দেশীয় খাবার, শিক্ষা ও প্রতিভা উন্নয়ন কার্যক্রম, প্রবাসীদের সম্মাননা প্রদান এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ আরো অনেক আয়োজন করা হয়েছে।

এই উৎসবে মঞ্চ মাতিয়েছেন মনির খান ও লুইপা। তাদের পরিবেশনায় পুরো আয়োজনে এক নতুন মাত্রা যোগ করেছে।

দিনব্যাপী এই উৎসবে গান ছাড়াও নানা ধরনের আয়োজন ছিল। প্রবাসী বাংলাদেশি ও মালয়শিয়ান দর্শকদের জন্য নাচ, ফ্যাশন শোর পাশাপাশি আধুনিক সংগীতের আয়োজন করা হয়।

এবং এই অনুষ্ঠানে রয়েছে
নানা বৈচিত্র্যে ভরপুর। পুরো আয়োজনে  ছিল:
এক্সিবিশন জোন: রিয়েল এস্টেট, ব্যাংক, খাদ্য, টেলিকম, তৈরি পোশাক, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন ও হস্তশিল্প খাতের শক্তি প্রদর্শন। 

এবং এন্টারটেইনমেন্ট জোনে,  বাংলাদেশ ও মালয়েশিয়ার জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, ফ্যাশন শো ও লাইভ কনসার্ট অনুষ্ঠিত হয়।

এছাড়া কূটনীতিক, মালয়েশিয়ান অতিথি এবং প্রবাসী সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।এছাড়াও এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ায়। এবং
স্থানীয় মালয়েশিয়ান দর্শনারথী/ সহ নানা প্রদেশ থেকে ছুটে আসা মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা।