মনিরুজ্জামান : বকশীগন্জ্ঞের মেরুর চর ইউনিয়নের মাইছিনির চর শুক্রবার ফাইনাল নৌকা বাইচ শুভ উদ্ভোদন করার পর জাতীয়তাবাদী উপজেলা বিএনপি সেচ্ছাসেবক দল মিলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সকল শ্রেণীর মানুষের কাছে লিফলেট বিতরণ করেন।
মেরুরচর ইউনিয়ন ৮ ও ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফাইনাল নৌকা বাইচ খেলা ও লিফলেট বিতরণ করা হয়। উক্ত খেলায় প্রথম পুরস্কার গ্রহণ করেন মোঃ সাজু উজান কলকীহারা। ২য় পুরস্কার গ্রহণ করেন মোঃ গেল্লা মিয়া মাইছিনী চর।
প্রধান অতিথি উপস্থিত থাকেন আলহাজ্ব জাহিদুল ইসলাম প্রিন্স সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বকশীগঞ্জ উপজেলা শাখা। বিশেষ অতিথি মোঃ জাহাঙ্গীর আলম পুলক সভাপতি মেরুরচর ইউনিয়ন। মোঃ সাইফুল ইসলাম,সাধারণ সম্পাদক মেরুরচর ইউনিয়ন মোঃ আশিকুর রহমান তুলন আহবায়ক স্বেচ্ছাসেবক দল বকশীগঞ্জ উপজেলা শাখা। মোঃ শহিদুল হক দুলাল সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল বকশীগঞ্জ উপজেলা শাখা। মোঃ সোহরাব হোসেন স্বেচ্ছাসেবক দল মেরুরচর ইউনিয়ন মোঃ জাহাঙ্গীর হাবিব, সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল মেরুরচর ইউনিয়ন মোঃ সুন্দর আলী সাংগঠনিক সম্পাদক মেরুরচর ইউনিয়ন ।
এসময় আরও অনেকই উপস্থিত ছিলেন।