রোয়াংছড়ি প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়ি ট্রাক্টর চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে ইকবাল মিয়া (৪২) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল ২৫) বিকালে দিকে কাইন্তারমুখ পাড়া এলাকার জমিনের যাওয়ার পথে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তি কুমিল্লা জেলা লালমাই থানা ও বাগমারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে জয়নগর মিয়াজি বাড়ি বাসিন্দার মোহাম্মদ দুলাল মিয়া ছেলে বলে জানা গেছে। আরো জানা গেছে তিনি কাইন্তারমুখ এলাকার জমিনে হাল দিতে গিয়ে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উচু পাহাড় থেকে খাদে পড়ে পুনরায় উল্টে পাহাড়ি পুকুরে পড়ে যায় এবং পুকুরে পড়লে ট্রাক্টর নিচে চাপা পড়ে পানির ভিতরে শ্বাসরোদ্ধ হয়ে তিনি মারা যান। রোয়াংছড়ি ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে রোয়াংছড়ি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। রোয়াংছড়ি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ওয়াহিদ চৌধুরী জানান চালক মোহাম্মদ ইকবাল হোসেন মিয়া ঘটনস্থলে মারা গেছে। হাসপাতালে নিয়ে আসলেও মৃত লাশ নিয়ে আসা হয়েছে। জমির মালিকও আহত হয়েছে। তবে আহত ব্যক্তির নাম জানা যায়নি। রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনজুর হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে ফাইয়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। লাশ সদর হাসপাতালে মর্গে পাঠানো প্রক্রিয়াধীন চলছে।