স্টাফ রিপোর্টার : শীত মৌসুম শুরু হতেই কক্সবাজারে পর্যটক ভিড় বৃদ্ধি, হোটেল-মোটেলগুলোতে বুকিং চাহিদা তীব্র।
শীত মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে কক্সবাজারে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো বেড়ে গেছে। হোটেল-মোটেল মালিকরা জানিয়েছেন, বুকিংয়ের চাহিদা দ্রুত বাড়ছে এবং ডিসেম্বর থেকে আরও বেশি পর্যটক আসার সম্ভাবনা রয়েছে। সমুদ্রসৈকতে আইনশৃঙ্খলা জোরদার করেছে পুলিশ।