জুয়েল : তারাগঞ্জ উপজেলার হাড়িয়ার কুঠি ইউনিয়নের চেয়ারম্যান বাবু কুমারেশ রায়ের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের সকল সদস্য লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে চেয়ারম্যান গা ঢাকা দিয়ে রয়েছেন এবং সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদের প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ আগস্টের পরে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করা হয়েছে। ইউপি সদস্যরা জানিয়েছেন, চেয়ারম্যানের অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার কারণে ইউনিয়নের কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে।
উপজেলার সাধারণ জনগণ ও স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নজরদারি করে দ্রুত সমাধান করবেন।