সেলিম মাহবুব, ছাতক : ছিলেটি ভাষা রক্ষায় বিশেষ অবদান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাষার বর্ণমালা তুলে ধরা হয়েছে, ছাতকের নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের বাসিন্দা লেখক "ছিলেটি ভাষা সৈনিক" ইঞ্জিনিয়ার কুতুব উদ্দিন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন ছিলেটি ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য। তিনিই ছাতকের প্রথম ব্যক্তি যিনি ভবিষ্যত প্রজন্মের মাঝে ছিলেটি ভাষার বর্ণমালা তুলে ধরেছেন।
ছাতকের মানুষের কাছে ছিলেটি ভাষার বর্ণমালা পরিচয় করিয়ে দিতে তিনি এ পর্যন্ত একটি কমিটি গঠন করেছেন, দুটি দেয়ালে ছিলেটি ভাষার বর্ণমালা অঙ্কন করেছেন এবং নিজের গ্রামের নামে একটি "স্বাগতম বারকাহন" সাইনবোর্ড লিখিয়েছেন।
এছাড়া তিনি নোয়ারাই ইউনিয়নের হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ে দুটি ছিলেটি ভাষার নাগরি বর্ণমালা শেখা প্রতিযোগিতার আয়োজন করেন। আয়োজন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ছিলেটি ভাষা প্রচারে বিশেষ অবদান রাখায় তিনি ইতিহাসবিদ ড. মুমিনুল হক পুরস্কারে ভূষিত হন।
সম্প্রতি ইঞ্জিনিয়ার কুতুব উদ্দিনের লিখিত "ছিলটি ভাষা আন্দোলনের ইতিহাস" নামক বইটি প্রকাশিত হয়েছে।
গ্রন্থের বিবরণ:
-
লেখক: ইঞ্জিনিয়ার কুতুব উদ্দিন
-
গ্রন্থের নাম: ছিলটি ভাষা আন্দোলনের ইতিহাস
-
প্রকাশক: জসিম বুক হাউজ, আম্বরখানা পয়েন্ট, সিলেট
-
প্রচ্ছদ: কম্পিউটার ও কম্পোজ চৌধুরী নাগরি পাবলিশার্স
-
দাম: দুইশত টাকা
-
মোট পৃষ্ঠা: ৮০
-
প্রকাশকাল: নভেম্বর ২০২৫
বই সংগ্রহের জন্য:
-
সিলেট থেকে জসিম বুক হাউজ, আম্বরখানা পয়েন্ট
-
ছাতক থেকে মোঃ ইব্রাহিম আলী
বিঃদ্রঃ কলামটি লেখকের নিজস্ব।