আইন ও বিচার

রাজধানীর নিউ ইস্কাটনে ককটেল হামলা: নিহত ১ জন এলাকায় আতঙ্ক

রাজধানীর নিউ ইস্কাটনে ককটেল হামলা: নিহত ১ জন এলাকায় আতঙ্ক

সেলিম মাহবুব : রাজধানীর হাতিরঝিল থানাধীন নিউ ইস্কাটন এলাকায় ভয়াবহ ককটেল হামলার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় নিউ ইস্কাটনের ৪০১/১ নম্বর ভবন সংলগ্ন এজি চার্জ গির্জার সামনে মেইন সড়কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শীরা জানান, পার্শ্ববর্তী একটি ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তরা নিচের মেইন সড়ক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা দিগ্বিদিক ছুটতে শুরু করেন এবং মুহূর্তের মধ্যেই আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়।

নিহত ও ক্ষয়ক্ষতি

বিস্ফোরণের পরপরই একজন ব্যক্তি গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। পরে পুলিশ তাকে মৃত ঘোষণা করে। নিহতের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্ফোরণের কারণে সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

পুলিশের পদক্ষেপ

খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহের কাজ শুরু করে।

হাতিরঝিল থানার এক কর্মকর্তা জানান,
“পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। দুষ্কৃতকারীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চলছে।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে।