বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বগুড়া রোলার স্কেটিং ক্লাবের সার্বিক সহযোগিতায় গতকাল শুক্রবার সকাল থেকে দিনব্যাপী রাজশাহী বিভাগীয় রোলার স্কেটিং টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের ৪ টি জেলা বগুড়া, রাজশাহী নওগাঁ ও নাটোর জেলার মোট দেড়’শ প্রতিযোগি অংশ গ্রহণ করে। এরমধ্যে বগুড়া জেলারই ৫০ জন প্রতিযোগি অংশ নেয়।
গতকাল সকালে তারুণ্যের উৎসব উপলক্ষে রোলা স্কেটিং প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এর আগে কাভার্ড গ্রাউন্ড থেকে এক শোভাযাত্রা বে’র করা হয়। শোভাযাত্রাটি বে’র হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর পুনরায় কাভার্ড গ্রাউন্ডে এসে শেষ হয়। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে ও আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর সভাপতি আব্দুল মোবিন জিন্না’র সঞ্চালনায় পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক হোসনা আফরোজা।
এ সময় তিনি বলেন, ছোট ছোট শিশুরা যে স্কেটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে তা আমাদের জানা ছিল না। ক্রীড়া প্রতিযোগিতায় রোলার স্কেটিং একটি নতুন সংযোজন হলো। আমরা আরও অনেক রোলার স্কেটিং প্রতিযোগিতা দেখেছি। তবে জেলা ও বিভাগীয় পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। আজকের এই প্রতিযোগিতা থেকে আমরা বগুড়ায় নতুনভাবে এ ধরণের আরও প্রতিযোগিতার আয়োজন করবো। তারুণ্যের উৎসব উপলক্ষে এ প্রতিযোগিতা উৎসবে পরিণত হয়েছে। গত এক বছরে বগুড়া থেকে প্রতিযোগিরা জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করে বেশ কয়েকজন প্রতিযোগি পদক ছিনিয়ে এনেছে। আগামিতেও আমাদের এসব স্কেটিং এর প্রতিযোগিরা জাতীয় পর্যায়ে সুযোগ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিক প্রকৌশলী ফিরোজা করিম নেলী। প্রতিযোগিতায় বিভাগীয় রোলার স্কেটিং টুর্ণামেন্ট’র বিচারক ছিলেন মোঃ আসিফ ইকবাল, আবুল কালাম আজাদ ও মোঃ রবিন। এছাড়াও বাংলাদেশ মহিলা ক্রীয়া সংস্থার সদস্য, পূরবী মজুমদার ও মহিলা ত্রীড়া সংস্থার কোচ মুক্তার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বগুড়া রোলা স্কেটিং ক্লাবের কোচ ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ আশরাফুল ইসলাম রহিত কো অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন।
বয়স ভিত্তিক প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে এ গ্রুপে প্রথম মাহনুর ফানিহা লাইবা(বগুড়া), দ্বিতীয় ওয়াফিয়া উজাইফা এবং তৃতীয় হয়েছেন সাবরিনা আক্তার(বগুড়া)। বি গ্রুপে প্রথম আরাদ্ধা(বগুড়া), দ্বিতীয় রমিযা খাতুন, তৃতীয় শারলিন জারা(বগুড়া)। সি গ্রুপে প্রথম সাফনুন আলম মারিয়া( বগুড়া) মেসাত্রি সরকার(বগুড়া) ও তৃতীয় হয়েছে মোছা: নুসরাত জাহান মৌ, ডি গ্রুপে প্রথম সারওয়াত শাহেদ স্নেহা,দ্বিতীয় অনিন্দিতা, তৃতীয় অর্থি সরকার, ই গ্রুপে প্রথম মায়মুনা হাসান নাবা, দ্বিতীয় লিয়ানা ইসলাম, তৃতীয় আফিয়া ইবনাত বর্ণ, এবং এফ গ্রুপে প্রথম প্রকৃতি সরকার(বগুড়া), দ্বিতীয় ফারহানা ও তৃতীয় সাবেরা আক্তার। এ ছাড়া ছেলেদের তিনটি গ্রুপে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে এ গ্রুপে প্রথম তাসকিন আহম্মদ কিয়ান,দ্বিতীয় সামির ইসলাম স্বাদ,তৃতীয় আরহাম, বি গ্রুপে সামিউল ইসলাম দিগন্ত প্রথম, অনিক আহাম্মদ দ্বিতীয় ও মো: রোনান তৃতীয়, সি গ্রুপে প্রথম মাহামুদ হাসান রঙ্গন, দ্বিতীয় মাসউদ আল মাহদী এবং তৃতীয় হয়েছে নাইম হাসান(বগুড়া)।
পুরস্কার প্রদানের আগে আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর শিল্পিরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে।
খেলাধুলা
বগুড়ায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বয়স ভিত্তিক রাজশাহী বিভাগী রোলার স্কেটিং প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে