শিক্ষা

রাকসু ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী মধ্যনগরের শাকিল মিয়া

রাকসু ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী মধ্যনগরের শাকিল মিয়া

শফিকুল ইসলাম শফিক : রাজশাহী বিশ্ববিদ্যালয় কতৃক আয়োজিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আগামী ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বলরামপুর গ্রামের কৃতি সন্তান মোঃ শাকিল মিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে তার ব্যালট পেপার নম্বর ১৬।

শাকিল মিয়া ২০১৯-২০ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি একই বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। ছাত্রজীবনের পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। অনলাইন প্ল্যাটফর্ম ও কোচিংয়ে পাঠদানের মাধ্যমে ক্যাম্পাসে তার রয়েছে বিশেষ পরিচিতি।

শিক্ষার্থী ও সহপাঠীদের অনুপ্রেরণাতেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানান। তিনি আরও জানান, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা নেই।

শিক্ষার্থীদের উদ্দেশে শাকিল মিয়া বলেন, “ছাত্রছাত্রীদের শিক্ষার গুণগত মান উন্নয়ন ও সমাধানমুখী নেতৃত্ব গড়ে তুলতে সঠিক প্রার্থীকে বেছে নেওয়া জরুরি।”