সারাদেশ

“পুলিশ লাইন্সে নবনির্মাণাধীন ফোর্স ব্যারাক পরিদর্শন করেন পুলিশ সুপার মহোদয়”

“পুলিশ লাইন্সে নবনির্মাণাধীন ফোর্স ব্যারাক পরিদর্শন করেন পুলিশ সুপার মহোদয়”

মো আহসানুজ্জামান : ২৮ অক্টোবর ২০২৫ খ্রি. দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয় দিনাজপুর পুলিশ লাইন্সে নবনির্মাণাধীন ফোর্স ব্যারাক পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় চলমান নির্মাণকাজের সার্বিক অগ্রগতি, কাঠামোগত মান, নির্মাণ সামগ্রীর গুণগত মান এবং কাজের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। তিনি কাজের মান ও স্থায়িত্ব নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী ও দায়িত্বরত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় বলেন, “পুলিশ সদস্যদের জন্য আধুনিক, পরিচ্ছন্ন ও আরামদায়ক আবাসন সুবিধা নিশ্চিত করতে ব্যারাক নির্মাণের কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করতে হবে।”