মো:শফিকুল ইসলাম_মধ্যনগর সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জের মধ্যনগরে গামাইর গাছে ঝুলন্ত একমধ্য বয়সী পুরুষের মৃত লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার ৩নং চামরদানী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে কাহালা গ্রামের পশ্চিম পাড়ার নিহত ব্যাক্তির নাম ভূষণ সরকার(৪৫)।তিনি ঐগ্রামের মৃত ভূপেন্দ্র সরকারের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায় শনিবার রাত দশটার পরথেকে সকালের ভিতরে কোন একসময় নিজবাড়ীর সামনে ফাঁকা জায়গায় গামারী গাছের ডালে প্লাস্টিক রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পান স্থানীয়রা।পরে প্রশাসনকে অবগত করা হয়।
গণমাধ্যমে অফিসার ইনচার্জ মোঃস্বজীব রহমান বলেন গণনাস্থলে এসআই/আসাদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রয়েছেন এবং সুরতহাল তৈরী করা হচ্ছে।