নারী ও শিশু

শিশু সন্তান রেখে আশুলিয়ায় মা আত্মহত্যা

শিশু সন্তান রেখে আশুলিয়ায় মা আত্মহত্যা

ইউসুফ আলী খান : ঢাকার শিল্পাঞ্চল সাভারের  আশুলিয়ার জামগড়া এলাকায় ছয় মাসের এক শিশু সন্তান রেখে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ফাঁসিতে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে জামগড়া শাহজাহান মার্কেট সংলগ্ন মমিনের তিনতলা বাড়ির নিচতলার একটি ভাড়াকৃত রুমে এ হৃদয়বিদারক  ঘটনাটি ঘটে।

নিহতের ব্যক্তির নাম মোছাঃ পাখি (২৫)। তার বাড়ী গোপালগঞ্জ জেলা বলে জানা যায়। তিনি মালয়েশিয়া প্রবাসী আনিসুর রহমান আনিসের স্ত্রী। ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহতের ছয় মাস বয়সী একটি শিশু সন্তান রয়েছে বলেও জানা যায়।

এলাকাবাসী ও স্বজনরা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি গলায় ওড়না পেঁচিয়ে শিশু সন্তান রেখে সে আত্মহত্যা করেছে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং  প্রাথমিক তদন্ত শুরু করে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি থানায় নিয়ে যায়।

নিহত পাখির গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তার স্বামী আনিসুর রহমান আনিস নরসিংদী সদর পৌর এলাকার বাসিন্দা এবং দীর্ঘ প্রায় আট বছর ধরে মালয়েশিয়ায় প্রবাসে কর্মরত রয়েছেন। স্বজনরা জানান, কিছুদিন আগে আনিস দেশে এসেছিলেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শেখর জানান, ঘটনার তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। আত্মহত্যার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত কার্যক্রম শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।