নিজস্ব প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে বিশাল লিফলেট বিতরণ ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের ঘোষিত ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে আয়োজনটি সম্পন্ন হয়।
জনসভা উপলক্ষে কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল শো-ডাউন ও মিছিল বের হয়। সভাস্থলে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত থাকায় পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাছুম আহমদ তালুকদার এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য জুলফিকার চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন,
“আমি নেতা হতে আসিনি, আমার নেতা সুনামগঞ্জ-১ আসনের জনগণ। সাচনা বাজারের মাঝখানে একটি সেতুর অভাবে লাখো মানুষ দুর্ভোগে রয়েছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে বিএনপির সাবেক এমপি নজির হোসেনের আমলে এই চার উপজেলার মধ্যে তাহিরপুরের তিনটি শুল্ক স্টেশনের কার্যক্রম শুরু হয়েছিল এবং রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছিল। কিন্তু পরবর্তীতে নির্বাচিত এমপিরা জনগণের উন্নয়ন না করে নিজস্ব সম্পদের মালিক হয়েছেন।”
তিনি আরও যোগ করেন,
“বিগত সরকারের সময় আমরা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। দল যাকেই ধানের শীষের মনোনয়ন দেবে, আমরা তার সৈনিক হিসেবে তার সঙ্গে কাজ করব।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ জুনাব আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল হক, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন এবং ধর্মপাশা উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক আলমগীর কবীর।
এছাড়া মধ্যনগর উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন বিএনপি নেতা ও কর্মীরা একশোরও বেশি মোটরসাইকেলযোগে জনসভায় উপস্থিত থাকেন। এদের মধ্যে ছিলেন নবনির্বাচিত ইউনিয়ন সভাপতি মোঃ মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, মোঃ মনজুরুল হক, মোঃ মজনু মিয়া, মোঃ শহিদ মিয়া, মোঃ হোসেন আলী সহ অন্যান্য ওয়ার্ড কমিটির নেতাকর্মী ও যুবদলের সদস্যরা।