সারাদেশ

সিলেটে শোকের ছায়া: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দ্বীপের আকস্মিক মৃত্যু

সিলেটে শোকের ছায়া: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দ্বীপের আকস্মিক মৃত্যু

সেলিম মাহবুব : শোকের ছায়া নেমেছে সিলেটে সিলেটের সবার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ আর নেই সিলেট বিভাগের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দ্বীপ আর নেই। বুধবার ভোরে হার্ট এট্যাক করে চিকিৎসধীন অবস্থায় মালেশিয়াতে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিলো মাত্র ২১ বছর। দ্বীপ পড়ালেখার জন্য কিছুদিন আগে মালেশিয়াতে গিয়েছিলেন।

দ্বীপের পরিবার সিলেটের গোপালটিলায় থাকেন। তাদের মূল বাড়ি হবিগঞ্জের বাহুবলের পুটিজুড়ি গ্রামে। তার বাবার নাম দিব্যোজ্যোতি দাস। দুই ভাইয়ের মধ্যে বড় ছিলো দ্বীপ।

দ্বীপের স্বজনরা জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে দিবাগত রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আজ বুধবার  ভোর ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দ্বীপ।

দ্বীপদের প্রতিবেশি গোপালটিলার বাসিন্দা সাবেক শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক) কবি পুলিন রায় বলেন, মৃত্যুর খবর শুনে সকালে তাদের বাসায় গিয়েছিলাম। তার বাবা-মা খুব কান্নাকাটি করছেন। তিনি বলেন, ইতোমধ্যে মালয়েশিয়াতে দ্বীপের ময়নাতদন্ত করা হয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

দ্বীপ ফেসবুকে পারিবারিক বিভিন্ন  ইস্যুতে হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করতেন। তাতে দ্বীপের সাথে তার মা-সহ পরিবারের অন্য সদস্যদেরও অংশ নিতে দেখা যেতো। হাস্যরসাত্মক এসব ভিডিও করে জনপ্রিয়তা পান তিনি।