অর্থনীতি

বিকাশ লি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২ কোটি ৩৯ লাখ টাকার চেক হস্তান্তর

বিকাশ লি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২ কোটি ৩৯ লাখ টাকার চেক হস্তান্তর

আলী আহসান রবি : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আজ বৃহস্পতিবার তাঁর দপ্তরে বিকাশ লি:
কর্তৃক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অনুকূলে ২ কোটি ৩৯ লক্ষ ৬ হাজার ৫৫৯ টাকার চেক গ্রহণ করেছেন। প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী তাদের বাৎসরিক লভ্যাংশের ০.৫% হারে এই অর্থ প্রদান করে। 


উপদেষ্টা কোম্পানির প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে বলেন, শ্রমিক কল্যান ফাউন্ডেশনে জমাকৃত এ অর্থ দেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুস্থ ও মৃত শ্রমিকদের পরিবার, শিক্ষার্থীদের বৃত্তি এবং জরুরি চিকিৎসা সহায়তায় এই অর্থ ব্যবহার করা হবে।


চেক হস্তান্তরকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা , বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধি এবং বিকাশ লি: এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।