উত্তম কুমার মোহন্ত,
"ধরলার ভাঙ্গন ঠেকাও, চরগোড়ক মন্ডল এলাকাবাসীকে বাঁচাও"এই শ্লোগান এ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর ভাঙ্গন রোধ ও চরগোড়ক মন্ডল এলাকা কে ভাঙ্গনের করাল গ্রাস থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে নদী কবলিত এলাকাবাসী। শুক্রবার ২২(আগষ্ট) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোড়ক মন্ডল ধরলা নদীর পুর্ব পাড়ে শত শত নদী কবলিত নর-নারীর উপস্থিতিতে দুই ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, মোঃ শাহাদত হোসেন, আব্দুল হালিম জাফর, গোলাম মত্তলা, আজিজুল ইসলাম আজিজ, জাহিদ হাসান সহ- আরও অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন ধরলার তীব্র ভাঙ্গনে এলাকার শত শত পরিবার ঘরবাড়ি ভিটেমাটি হারানোর ঝুঁকিতে রয়েছে। এপর্যন্ত শত শত একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে তাই দ্রুত ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা না নিলে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ঘরবাড়ি আবাদি জমি সহ- হুমকির মুখে পড়বে। এসময় তারা ধরলা নদীর তীব্র ভাঙ্গন রোধে জরুরি ভিত্তিতে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।