খেলাধুলা

ব্যারিস্টার আনোয়ার হোসেন ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন

ব্যারিস্টার আনোয়ার হোসেন ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন

মান্নার মিয়া, সুনামগঞ্জ : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলি গ্রামের মাঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ব্যারিস্টার আনোয়ার হোসেন ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ২টায় আয়োজনস্থলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ -৩ আসনের স্বতন্ত্র প্রার্থী  ব্যারিস্টার আনোয়ার হোসেন। 
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়কলস ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান মাসুদ মিয়া,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সলিবনুর বাচ্চু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান,মুফাসির আহমদ রিয়াদ,   ফখরুজ্জামান,আব্দুল লতিফ, মোজাহিদ খান,আব্দুল ওদুদ,মুফাজ্জুল হোসেন, শহীদ মিয়া,সেলিম আহমেদ,ছাত্রদল নেতা মোর্শেদ আহমদ রিদয়, নাঈমুর রহমান রেজুয়ান, আবুল কাশেম 
মুস্তাক আহমদ মিছবাহ,আলম মিয়া, আকাশ, মেহেরাজ, সোহাগ জিদান, আলম, মিনহাজ, তারেক, আজহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী,ব্যবসায়ী সমাজ, ক্রীড়াপ্রেমী যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ । অতিথিদের আগমনে পুরো মাঠজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়। উদ্বোধনীতে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন,
“যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করতেই এই আয়োজন। সুস্থ সমাজ গঠনে ক্রীড়ার ভূমিকা অপরিসীম।”
অনুষ্ঠানে বক্তারা টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। উদ্বোধনের পর খেলোয়াড়দের পরিচিতি, শুভেচ্ছা বিনিময় এবং ব্যারিস্টার আনোয়ার হোসেনের প্রতীকী  ব্যাটিং এর  মাধ্যমে খেলার সূচনা হয়। এতে মাঠে উপস্থিত দর্শকদের মাঝে এক ধরনের রোমাঞ্চকর পরিবেশ তৈরি হয়।
টুর্নামেন্টে শান্তিগঞ্জ ও আশপাশের বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি শক্তিশালী দল অংশ নিচ্ছে। প্রতিটি ম্যাচেই থাকবে কড়া প্রতিদ্বন্দ্বিতা—এমন প্রত্যাশা করছেন আয়োজকরা। স্থানীয় তরুণদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা শুধু বিনোদনই নয়,সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তাও ছড়িয়ে দেবে বলে মন্তব্য করেন বক্তারা।
ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে গাগলি গ্রামসহ পুরো এলাকায় চলছে উৎসবের আমেজ। খেলার মাঠে আগত দর্শকদের ভিড়ই প্রমাণ করে স্থানীয় জনগণের খেলাধুলার প্রতি গভীর আগ্রহ। আয়োজকরা জানান, টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশের স্থানীয় ক্রিকেটাঙ্গনে আলো ছড়াতে এবং তরুণ প্রতিভা খুঁজে বের করতেই এ আয়োজন—এমনটাই জানান সংশ্লিষ্টরা।