সারাদেশ

সাতক্ষীরার শ্যামনগরের পদ্মপুকুরে ভাইয়ের হাতে ভাই খুন

সাতক্ষীরার শ্যামনগরের পদ্মপুকুরে ভাইয়ের হাতে ভাই খুন
ওমর ফারুক,শ্যামনগর উপজেলা প্রতিনিধি।। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে ২৩/০৩/২৫ রোজ রবিবার ভোর ৫ টায় ভাইয়ের হাতে ভাই হত্যা । স্থানীয় সূত্রে জানা যায় পারিবারিক দন্ড জের ধরে মোঃ আব্দুল কাদের মোড়ল বালি ওঠানো নিয়ে অন্যন্য ভাইদের সাথে বিবাদে জড়িয়ে পড়ে। ভাইরা বালি উঠানোর জের ধরে এক পর্যায়ে মারা মারি শুরু করে, যা পরবর্তীতে মারাত্মক রুপ ধারণ করে একপর্যায়ে কাদের মোড়ল দেশিয় অস্ত্রে মারাত্মক আঘাত প্রাপ্ত হলে তাকে সাথে সাথে শ্যামনগর সাস্হ কম্পেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগ থেকে মৃত্যু ঘোষণা করা হয়। তার ছেলে মোঃ তৈবুুর রহমান পুলিশের কাছে তার চাচা গনের নামের সঠিক বিচারের জন্য দাবি করেছে। আঃ কাদের মোড়লের ভাইয়েরা মোসারাফ মোড়ল, ওয়াহেদ মোড়ল। রফিকুল মোড়ল, চাচাতো ভাইয়েরা হাবিবুর রহমান, রবিউল তাদের হত্যার দাবি জানিয়েছেন তৈবুর রহমান। কাদের মোড়লের আপন ভাই গন জায়গায় নিয়ে হত্যার দাবি করছে।