সারাদেশ

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

তদন্তে নেমেছে পুলিশ, এলাকাজুড়ে শোকের ছায়া নোয়াখালীর বেগমগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার চৌমুহনী-বেগমগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম এখনো তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে চৌমুহনীর দিকে যাচ্ছিলেন ওই যুবক। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করেছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে দুর্ঘটনাটি ঘিরে।