খেলাধুলা

পদুয়া ইউনিয়ন ফুটবল টিমের চ্যাম্পিয়ন ট্রপি জয় ও ট্রাইবাকারে আমিরাবাদকে হারালো

পদুয়া ইউনিয়ন ফুটবল টিমের চ্যাম্পিয়ন ট্রপি জয় ও ট্রাইবাকারে আমিরাবাদকে হারালো

মোঃ মিজান, লোহাগাড়া (চট্টগ্রাম) : রোমাঞ্চকর এক ফুটবল লড়াইয়ে আমিরাবাদ  ইউনিয়ন ফুটবল টিমকে  ট্রাইবাকারে  হারিয়ে দাপুটে জয় তুলে নিয়ে ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ান অর্জন করলেন পদুয়া ইউনিয়ন ফুটবল টিম। খেলার শুরু থেকেই পদুয়া দল মাঠের নিয়ন্ত্রণ নেয় এবং আক্রমণভাগের ধারাবাহিক চাপ আমিরাবাদের ডিফেন্সকে বারবার বিপদে ফেলে।
ম্যাচের প্রথমার্ধেই ১গোলে এগিয়ে থাকে পদুয়া ইউনিয়ন ফুটবল টিম ।

দ্বিতীয়ার্ধে খেলা আরও গতি পায়। মাঠে মিলেছিল উত্তেজনা আর দর্শকদের তুমুল উৎসাহ।  

ম্যাচের শেষ মুহূর্তে উভয় দল মরিয়া হয়ে চেষ্টা চালায় রেফারি শেষ বাঁশি বাজানোর আগেই আমিরাবাদ ইউনিয়ন ফুটবল টিম পদুয়ার জালে গোল দিয়ে ম্যাচ ড্র করে।
 রেফারির শেষ বাঁশিতে ম্যাচ ট্রাইবাকারে যায়। 
ট্রাইবাকারে আমিরাবাদের বিপক্ষে পদুয়ার ১ম শর্টেই গোল নিশ্চিত হলেও ব্যার্থ হয় আমিরাবাদ৷ ৫টি শর্টেই ৪টি নিশ্চিত করে পদুয়া টিমের বিজয়ী ঘোষণা হয়৷ 

ম্যাচ শেষে পদুয়া ইউনিয়ন এর  সমর্থকরা জানান, 
আজকের ফাইনাল খেলা উভয় দলের উপভোগ করার মতো ছিলো৷ পুরো খেলায় কেউ কাকে ছাড় দিতে রাজি ছিলো না। পরিশেষে আমাদের পদুয়ার টিম ট্রাইবাকারে দাপুটে জয় লাভ করে৷ আমারা সবাই আনন্দিত৷ 

পদুয়ার টিম ম্যানেজমেন্ট  এর দায়িত্বরত নুরুল আলম সিকদার জানান,পদুয়ার ছন্দময় পাসিং, শৃঙ্খলিত খেলা ও শক্তিশালী রক্ষণই দলকে এই দারুণ জয় এনে দিয়েছে।আজকের বিজয় আমাদের নয় এটা পুরো লোহাগাড়াবাসীর৷ বিশেষ কৃতজ্ঞতা জানায় পদুয়া ইউনিয়ন এ আন্তঃ সকল ক্রিড়া প্রেমী দর্শকদের৷ যাদের আনন্দেই আজ আমরা আনন্দিত ৷