আইন ও বিচার

রাজধানীতে বিশেষ অভিযানে ৩৮ জন গ্রেপ্তার

রাজধানীতে বিশেষ অভিযানে ৩৮ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজধানীতে মাদক, ছিনতাই ও চাঁদাবাজি দমনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ অভিযান চালিয়ে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে। রবিবার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ধারাবাহিকভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে পলাতক ছিল এবং বিভিন্ন মামলায় তাদের নামে ওয়ারেন্ট রয়েছে। মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি বিশেষ অভিযানের সংখ্যা আরও বাড়ানো হবে।