সারাদেশ

নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে নাহাবির (১৫) নামে এক কিশোরের মৃত্যু

নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে নাহাবির (১৫) নামে এক কিশোরের মৃত্যু
আরাফাত আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে নাহাবির (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন। সোমবার (৫ মে) বিকেল ৩টার দিকে উপজেলার কাটাবাড়ি এলাকার আত্রাই নদীর তীরে এ ঘটনা ঘটে। নিহত নাহাবির উপজেলার হারপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেন, নিহত নাহাবির নদীর ধারে একটি হাঁসের খামারে কাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘলা হয়ে শুরু হয় বৃষ্টি। পরে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এঘটনায় হাঁস খামারের মালিক বাবু আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রযেছে। ওসি আরো জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন