জাতীয়

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ

 

আলী আহসান রবি 
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

 
মেট্রোরেল যাত্রীদের জন্য বড় দুঃসংবাদ। রাজধানীতে বন্ধ হয়ে গেছে আগারগাঁও থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল, ফার্মগেটে বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনার যে স্থানটিতে আগে ঘটনা ঘটেছিল, সেখানে নতুন করে কিছুটা কম্পন অনুভূত হওয়ায় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
যদিও উত্তরা থেকে আগারগাঁও এবং মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।
গতকাল বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা যায়, এদিন রাত সোয়া নয়টার দিকে আগারগাঁও–শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ডিএমটিসিএলের কর্মকর্তারা জানিয়েছেন, ফার্মগেটে দুর্ঘটনাস্থল অতিক্রম করার সময় চালক কিছুটা কম্পন টের পান এবং সঙ্গে সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। পরে নিরাপত্তার বিবেচনায় সংশ্লিষ্ট অংশে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।