নিজস্ব প্রতিনিধি : সৌদি আরব, মদিনা: বাংলাদেশে অগ্রগতি নিশ্চিত করতে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করা জরুরি বলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উল্লেখ করেছে।
সৌদি আরবের মদিনা শহর সংলগ্ন একটি কনস্ট্রাকশন সাইট থেকে এনসিপি কর্মকর্তারা প্রবাসীদের উদ্বেগ ও বক্তব্য তুলে ধরেন। তারা সংশ্লিষ্ট দায়িত্বশীলদের এনসিপির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহবান জানিয়েছেন।
এনসিপি নেতারা প্রবাসী কর্মীদের সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা না হলে দেশীয় অর্থনীতিতে প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন।
জাতীয়
রেমিটেন্স যোদ্ধাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান এনসিপির