আনোয়ার হোছাইন : বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তের রেজুআমতলীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে আসামীবিহীন ২৫.৪১ সিএফটি আকাশমনি কাঠ ও দুটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) জানান, রেজুআমতলী বিওপির আওতাধীন সীমান্ত পিলার-৩৯ থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে রেজুআমতলী চেকপোস্ট সংলগ্ন চাররাস্তায় অবস্থান সন্দেহজনক হওয়ায় বিজিবি টহলদল সেখানে অভিযান চালায়। এসময় কাঠ বোঝাই দু’টি ইজিবাইক পাওয়া যায়। ঘটনাস্থলে দায়ীদের কাউকে পাওয়া না গেলেও কাঠ ও ইজিবাইক জব্দ করা হয়।
তিনি বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক, কাঠ এবং অন্যান্য চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান চলমান থাকবে।
উদ্ধারকৃত আকাশমনি কাঠের পরিমাণ ২৫.৪১ সিএফটি এবং ইজিবাইক দুটি বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে বিজিবি।
স্থানীয়রা জানান, প্রায় সময়ই ওই এলাকাটির বিভিন্ন রাস্তা দিয়ে অবৈধ কাঠ পাচার হতো। বিজিবির এমন তৎপরতা বাড়ায় পাচারকারীরা আতঙ্কিত।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন ৩৪ বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান দমনে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে। নিয়মিত অভিযানের ফলে সীমান্ত এলাকায় নিরাপত্তা ও স্বস্তি ফিরেছে বলে দাবি স্থানীয়দের।