জাতীয়

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভ্রাম্যমান আদালত কর্তৃক দালাল বিরোধী অভিযান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভ্রাম্যমান আদালত কর্তৃক দালাল বিরোধী অভিযান।
দিলরুবা।। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক দালাল বিরোধী অভিযান পরিচালনা হয়। গতকাল সকাল ১০:০০ থেকে ১১:৪০ ঘটিকা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে মোবাইল ভ্রাম্যমাণ আদালত/ মোবাইল কোর্ট কর্তৃক দালাল বিরোধী এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় RAB সদস্যদের সহযোগিতা ও উপস্থিতিতে ১৪ জন দালাল আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম। মোবাইল কোর্টে আটককৃত ১৪ জন দালালের মধ্যে ১৩ জনকে ২ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ জনকে ১৫ দিনের কারাদণ্ড দেন বলে এই মর্মে জানা যায়। এছাড়া কারাদণ্ডের পাশাপাশি তাদের অর্থদণ্ডে (১০০ থেকে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত) দন্ডিত করা হয়। আটককৃত ১৪ জন দালালের নাম নিম্নে প্রদান করা হলো। :* ১।মন্টু মিয়া (২৫) ২।রুকসানা (৩৫) ৩।মোহাম্মদ মাসুদ (৪৫) ৪।হামিদুল (৩০) ৫।মোঃ আলাউদ্দিন (৬০) ৬।মোহাম্মদ আশরাফুল (২৭) ৭।শ্রী বিজয় (৫০) ৮।আকাশ (২৫) ৯।সুবাহান মিয়া (৬৫) ১০।সুজন মিয়া (৩০) ১১।শাহাদাত হোসেন বাবু (৩৫) ১২।শাকিব (২৪) ১৩।আনিস হোসেন রকি (৩৫) ১৪।সাদ্দাম (২৯) উপরোক্ত দালালদের মোবাইল কোর্ট পরিচালনা শেষে অর্থদণ্ড প্রধানের পর তাদেরকে কোতোয়ালি মডেল থানা, ময়মনসিংহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।