সারাদেশ

ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আব্দুল আলীম ইমতিয়াজ।। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর অন্তর্ভুক্ত হাসপাতাল থানা পূর্ব শাখার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে ফেডারেশনের হাসপাতাল থানার পূর্বের সভাপতি আল মুমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরীর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, ফেডারেশনের সিলেট মহানগরীর নির্বাহী সদস্য ও বিমানবন্দর থানা সভাপতি নাজমুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি মুজতাহিদুল ইসলাম গালিব। বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন থানা-৩ সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন বাদল, ট্রেড ইউনিয়ন ৩ এর সহ সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম,হাসপাতাল থানা পশ্চিম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজন, থানা পূর্ব সাংগঠনিক সম্পাদক মুয়াজ আল জাকারিয়া প্রমুখ। সম্মেলনে ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করে ফেডারেশনের হাসপাতাল থানা পূর্বের সভাপতি আল মুমিন। মাহমুদুল হাসান কে সভাপতি ও আনোয়ার হোসেন কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন।