দিলরুবা ।। গাজায় ফিলিস্তিনি মুসলমানদের উপর, ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে, সার্চ মানবাধিকার সোসাইটি, কিশোরগঞ্জ জেলা ও ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১১ এপ্রিল বাদ জুমা, কিশোরগঞ্জ শহরের বটতলা জামে মসজিদের সংলগ্ন চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি তারেক মিনহাজ কুরাইশী ছোটন, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ডাঃ রঞ্জু ভূঁইয়া, কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ হারেছুজ্জামান শেখ, কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মিজানুর রহমান,ঈশ্বরগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর রহমান মতি, কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন খান আনোয়ার, ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম আহবায়ক শিব্বির আহমেদ জুয়েল, ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক দিলরুবা আক্তার, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি হাসনাহেনা, মোঃ আব্দুল হানিফ বেপারী,সাংগঠনিক সম্পাদক আকিব হাসান, আইন সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন শাহিন সহ আরো অনেকেই।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে, গাজায় ইসরাইলের নিকৃষ্ট এবং ন্যাক্কারজনক হামলার বিচার চেয়ে বক্তব্য রাখেন।