জাতীয়

রাজশাহীতে ট্রেন দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু -১

রাজশাহীতে ট্রেন দুর্ঘটনায়  বৃদ্ধার মৃত্যু -১
মোঃ শাকিল আহামাদ রাজশাহী।। রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা ধীন টুলটুলি পাড়া এলাকার সালেহা (৭৫) নামের এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ১২ মে সকাল আনুমানিক ১০টার সময় এই দূর্ঘটনা ঘটে। ঘটনা স্থলে গিয়ে জানা যায়, নিহত সালেহার ৫ জনের সংসারে ছেলে, ছেলে বউ নাতি ও নাতি বৌ নিয়ে সুখে সংসার করছিলেন। তিনি কানে কম শুনতেন। তার শ্রবন শক্তি কম হওয়ায় ট্রেন আসার শব্দ না শুনতে পাওয়াই। এই দুর্ঘটনা ঘটে। সকালে বাড়ি থেকে রেল পার হওয়ার সময় চাপাইনবয়াবগঞ্জ থেকে ছেড়ে আসা মেল ট্রেনের ধাক্কায় ঘটনা স্থলে নিহত হন।