মান্নার মিয়া, সুনামগঞ্জ : দিরাই উপজেলার সামাজিক ও মানবসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মধপুর মানবসেবা সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নেজাবুল ইসলামকে প্রত্যয়ণপত্র প্রদান করা হয়েছে।
সোমবার(২৩ডিসেম্বর)সকালে দিরাই উপজেলার সুযোগ্য কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী সামাজিক সেবায় সংগঠনটির ধারাবাহিক ও প্রশংসনীয় কার্যক্রমে মুগ্ধ হয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রত্যয়ণপত্র প্রদান করেন।
প্রত্যয়ণপত্র প্রদানকালে মনোরঞ্জন অধিকারী বলেন, “মানবসেবায় মধপুর মানবসেবা সংগঠনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে তারা যে নিরলস কাজ করে যাচ্ছে, তা নিঃসন্দেহে অনুকরণীয়।” তিনি সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ সময় মোঃ নেজাবুল ইসলাম বলেন, “এই স্বীকৃতি আমাদের কাজের অনুপ্রেরণা আরও বাড়িয়ে দেবে। সমাজের মানুষের জন্য কাজ করাই আমাদের মূল লক্ষ্য।” ভবিষ্যতেও মানবসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।